Monday, April 29, 2024
spot_img
Homeদেশভূমিকম্পে কাঁপল দিল্লি, মৃত ৬

ভূমিকম্পে কাঁপল দিল্লি, মৃত ৬

সংবাদ সংস্থা: বুধবার ভোররাতে কেঁপে উঠল রাজধানী। ভূম্পনের জেরে নেপালে মৃত্যু হয় অন্তত ৬ জনের। ভেঙে পড়ে একাধিক বাড়ি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। নেপালের ওই ভূমিকম্পেরই প্রভাব পড়েছে দিল্লি। তবে শুধু রাজধানীই নয়, ন্যাশনাল ক্য়াপিটল রিজিয়নেও ভূমিকম্পের প্রভাব পড়ে।

ভূমিকম্পে কাঁপল দিল্লি, মৃত ৬

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরখণ্ডের নেপাল সীমান্তের পৃথোরাগড়ে। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই এই নিয়ে টুইট করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত দিল্লি ও তার আশপাশের এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Most Popular