Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্য'গ্রুপবাজি চলবে না, ভাল করে কাজ কর', নেতা-কর্মীদের বার্তা কেষ্টর

‘গ্রুপবাজি চলবে না, ভাল করে কাজ কর’, নেতা-কর্মীদের বার্তা কেষ্টর

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় জেল হেফাজত রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে বন্দিদশাতেও পঞ্চায়েত ভোটের ব্লু প্রিন্ট তৈরি করছেন তিনি।কেষ্টকে শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সেখানে দেখা করতে এসেছিলেন তাঁর জেলার তৃণমূলের কিছু নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল নিয়ে সেখানেই তাঁদের নির্দেশ দিতে দেখা গেল কেষ্টকে।

'গ্রুপবাজি চলবে না, ভাল করে কাজ কর', নেতা-কর্মীদের বার্তা কেষ্টর

সূত্রের দাবি, তাঁরা ব্যক্তিগত কথাবার্তা বলেন ‘দাদা’র সঙ্গে। একজন তারাপীঠের পুজো করা ফুল মাথায়ও ঠেকিয়ে দেন অনুব্রতর। অনুব্রতও পাল্টা তাঁদের কাছে খুঁটিনাটি নানা খবর নেন। বিজয়া সম্মিলনী ঠিকমতো হচ্ছে কি না। এরপরই দলীয় কর্মীদের নির্দেশ দেন, সকলে যেন নিজ নিজ বিধানসভা এলাকায় ভালভাবে নজর রাখেন। দলের কাজকর্ম দেখেন।

'গ্রুপবাজি চলবে না, ভাল করে কাজ কর', নেতা-কর্মীদের বার্তা কেষ্টর

কারও বাইরে যাওয়ার দরকার নেই বলেও নির্দেশ দেন। একইসঙ্গে পঞ্চায়েত ভোটে সবাইকে উঠে পড়ে কাজে নেমে পড়ারও কথা বলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘গ্রুপবাজি চলবে না। আমি জেলে চিরস্থায়ী থাকব না! ফেরার পরে ওখানে পৌঁছে এক ধার থেকে সকলকে ছেঁটে দেব। ভাল করে সবাই কাজ কর। সামনে পঞ্চায়েত ভোট।’

Most Popular