Wednesday, May 15, 2024
spot_img
Homeজেলাসুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

সুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

বান্টি মুখার্জি, বাসন্তী: কারও বাবা-মা পরিযায়ী শ্রমিক, থাকেন ভিন রাজ্যে। কারও বাবা-মাকে বাঘে নিয়ে গেছে সুন্দরবনের জঙ্গলে মাছ বা কাকড়া সংগ্রহ করতে গিয়ে। আর তাই জন্মদিন পালন কী, জানত না ওইসব শিশুরা। এবার তাদের জন্মদিন পালন হল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাসন্তীর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে।

সুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

শুক্রবার এজন্য মন্ত্রোচ্চারণ থেকে ধান-দুর্বা দিয়ে বরণ সবই হল নিয়ম মেনে। কাটা হল কুড়ি পাউন্ড ওজনের কেক। রান্না করা হল নতুন চালের পায়েস। পাত পেড়ে খেলেন শতাধিক গ্রামবাসীও।বাসন্তী ব্লকের জয়গোপালপুর গ্রামবিকাশ কেন্দ্রের বিবেকানন্দ শিক্ষা নিকেতনে থাকে ১৪০ জন আবাসিক ছাত্র-ছাত্রী।

সুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

তাদের কারও বাবা-মাকে বাঘে টেনে নিয়ে গেছে সুন্দরবনের জঙ্গলে। আবার বাবা-মাকে রেখে সন্তান থাকে এই আবাসিক হস্টেলে। অভাবের সংসারে বাবা-মা তাই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করেন। এই সমস্ত আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্মদিন ছিল সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন মাসে।

সুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

প্রত্যেকের আলাদা আলাদা জন্মদিন পালন না করে এবার একসঙ্গে জন্মদিন পালন করা হল শিশুদের। যাদের জন্মদিনে উপস্থিত হলেন ১০ জন বিদেশি নাগরিক। ডেনমার্ক ও জার্মানি থেকে উপস্থিত হয়েছেন তাঁরা।জয়গোপালপুর গ্রামবিকাশ কেন্দ্র সুন্দরবনের বিভিন্ন এলাকার অনাথ ছাত্র-ছাত্রীদের নিয়ে আবাসিক হস্টেল চালু করে পড়াশুনোর ব্যবস্থা করে থাকে।

সুন্দরবনে একসঙ্গে জন্মদিন পালন করা হল ১৪০ জন অনাথ শিশুর

এ বিষয়ে জয়গোপালপুর গ্রামবিকাশ কেন্দ্রের শিক্ষক, বিশ্বজিৎ মহাকুড় বলেন, অনাথ ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি। প্রতিবছর আমরা একটি বিশেষ দিন বেছে নিয়ে এই জন্মদিন পালন করে থাকি।

Most Popular