Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্যকালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন

কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন

স্টাফ রিপোর্টার: কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শিশু, মহিলা-সহ অনেক জন। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিবাটি গ্রামের বাসিন্দা অজয় দাসের বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয় প্রতি বছর। পরের দিন প্রসাদ খাওয়ার জন্য হাজির হন বহু মানুষ।

কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন

সূত্রের খবর, মঙ্গলবার সকালে প্রসাদ খেয়েছিলেন এলাকার বহু মানুষ। কিন্তু দুপুর পেরোতেই তাঁদের অনেকেরই পেটের সমস্যা দেখা যায়। অনেকেই বমি করতে থাকেন। পেটে ব্যথার অভিযোগও করেন অনেকে, সেই সঙ্গে ঘন ঘন পায়খানা। বিকেলের পর থেকে একে একে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে থাকেন শিশু,

কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ২৫ জন

মহিলা-সহ অন্তত ২৫ জন।অজয়ের বাড়ির কালীপুজোর প্রসাদ খেয়েই পেটের গোলমাল বলে মনে করছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, সবারই অবস্থা এখন ভাল। আশঙ্কার কোনও কারণ নেই। চিকিৎসকেরা বাইরে খাবার খাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

Most Popular