Friday, May 3, 2024
spot_img
Homeরাজ্যপুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

স্টাফ রিপোর্টার : জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় পিকআপ ভ্যানে শর্ট সার্কিটে মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চ্যাংড়াবান্ধা এলাকায়।

পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কোচবিহারের শীতলকুচি থেকে পুণ্যার্থীদের ২৭ জনের একটি দল পিক আপ ভ্যানে চড়ে ময়নাগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। রাত ১২টা নাগাদ চ্যাংরাবান্ধায় ধরলা সেতুর কাছে জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে কয়েকজন পুণ্যার্থী দাবি করেছেন।

পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

ঘটনার আকস্মিতকা বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন পুণ্যার্থীরা। সঙ্গে সঙ্গে অসুস্থদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।তাঁরা প্রত্যেকেই কোচবিহারের শীতলকুচির বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

এদিকে আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেনারেটর চালিয়ে গাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। সেই জেনারেটরের তারেই বিদ্যুত্স্পৃষ্ট হন পুণ্যার্থীরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত ১৬

তবে একই এলাকার ১০ জনের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। আহতদের পরিবারের লোকজনও উদ্বিগ্ন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হবে।

Most Popular