Monday, May 6, 2024
spot_img
HomeUncategorizedবিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বাংলার ঝুলন

বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বাংলার ঝুলন

সংবাদ সংস্থা : আইসিসি মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মা। প্রথম দশে টিকে থাকলেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হয়েছে ঝুলন গোস্বামীকে।আইসিসির সাম্প্রতিক ওয়ান ডে ব্যাটারদের তালিকায় মন্ধনা রয়েছেন আট নম্বরে। হরমনপ্রীত কউর অবস্থান করছেন ১৩-য়। দীপ্তি শর্মা রয়েছেন ২৯ নম্বরে। ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার। তিন নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ারই বেথ মুনি।বোলারদের তালিকায় এক ধাপ নেমে গিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন ঝুলন গোস্বামী। ভারতের রাজেশ্বরী গায়কোয়াড় রয়েছেন ১২ নম্বরে। দীপ্তি শর্মা ১৮ ও পুনম যাদব ২১ নম্বরে অবস্থান করছেন। শিখা পান্ডে রয়েছেন ২৮ নম্বরে। বোলারদের তালিকার এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন।আইসিসি মহিলা ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকায় আগের মতোই ৭ নম্বরে রয়েছন দীপ্তি শর্মা। ঝুলন গোস্বামী ছিটকে গিয়েছেন প্রথম দশের বাইরে। তিনি রয়েছেন এগারো নম্বরে। এই মুহূর্তে আইসিসি মহিলা ওয়ান ডে ক্রিকেটের এক নম্বর অল-রাউন্ডার হলেন ইংল্যান্ডের ন্যাট সিভার।

Most Popular