Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্যপিকের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

পিকের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

সংবাদ সংস্থা : লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রশান্ত কিশোর।আর এ নিয়ে এবার কংগ্রেসকে কটাক্ষ করতে আসরে নামল বিজেপি।কংগ্রেসকে বিঁধে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, প্রোডাক্ট যদি খারাপ হয়, সেক্ষেত্রে যতই সেলসম্যান ভালো হোক না কেন, লাভ হয় না।

পিকের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

এতেই শেষ নয়, কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেছেন, ”দলটার অ্যাজেন্ডাই হল পরিবারকে বাঁচানো, দল বাঁচাও নয়।বিজেপির আরেক মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান বলেছেন, ”ভোটের সময় রাজনৈতিক দলগুলো বিক্রেতা খোঁজে। উনি একজন বিক্রেতা। ওঁর ট্র্যাক রেকর্ড দেখুন, পঞ্জাবে হেরেছেন, উত্তরপ্রদেশ ও অন্যান্য জায়গাতেও…আসলে কংগ্রেসের নেতৃত্বে খামতি রয়েছে।

পিকের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

বাইরের কাউকে তাই নিতে হবে ওই দলকে।” প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ না দেওয়াকে ঘিরে সোনিয়া গান্ধীদের যেভাবে নিশানা করল বিজেপি, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Most Popular