Friday, May 3, 2024
spot_img
HomeUncategorizedপদত্যাগ চেলসি মালিকের, পুতিনকে সরাল জুডো ফেডারেশন

পদত্যাগ চেলসি মালিকের, পুতিনকে সরাল জুডো ফেডারেশন

সংবাদ সংস্থা : রুশ সেনার হামলায় রক্তাক্ত ইউক্রেন। যার প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও। মাঠে দাঁড়িয়েই বারবার যুদ্ধের প্রতিবাদ করেছেন খেলোয়াড়রা। আর এবার ইউক্রেন আক্রমণের জেরে প্রবল চাপে পড়তে হল চেলসির রুশ মালিককে। চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রোমান আব্রামোভিচ।শনিবার রাতে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করে আব্রামোভিচ বলেন, “২০ বছর ধরে নিজেকে ক্লাবের অভিভাবক হিসেবে দেখে এসেছি

পদত্যাগ চেলসি মালিকের, পুতিনকে সরাল জুডো ফেডারেশন

আমার কাজ ছিল দলের সাফল্যের বিষয়টা দেখার। সেই সঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।”এদিকে, ‘আগ্রাসী’ ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জুডো ফেডারেশন। তাঁকে ফেডারেশনের অ্যাম্বাস্যাডর পদ থেকেও সাসপেন্ড করা হয়েছে।

Most Popular