Friday, May 17, 2024
spot_img
Homeরাজ্যসন্দেশখালি বাসিন্দাদের নন্দীগ্রাম বার্তা শুভেন্দুর

সন্দেশখালি বাসিন্দাদের নন্দীগ্রাম বার্তা শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: সন্দেশখালিতে মা-বোনেরা-মেয়েরা যেভাবে লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে এসেছিলেন সেই ছবি অচেনা নয়। এর আগেও বাম জমানায় এই ছবি দেখেছে বাংলা। শুধু জায়গাটি ছিল আলাদা। সেবার আন্দোলন হয়েছিল নন্দীগ্রামে। এভাবেই বাম নেতাদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন গ্রামের মহিলারা।সন্দেশখালিতে গ্রামের মা-বোনেদের সেই আন্দোলনের পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। এর আগে দুবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা দিয়েও পৌঁছতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারাকে হাতিয়ার করে তাঁদের আটকে দেয় পুলিশ। জল গড়ায় আদালতে। সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলার শুনানিতে শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় আদালত।আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্দেশখালির পথে রওনা দিয়েও পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী, শংকর ঘোষেরা। ধামাখালিতে তাঁদের আটকে দেয় পুলিশ। বিজেপি-পুলিশের অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা। ধামাখালিতে অবস্থান চলাকালীনই পুলিশি বাধার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেখানেই কোনও কর্মী-সমর্থক ছাড়া শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি।আদালতে নির্দেশে বিজেপির কোনও নেতাকর্মী ছাড়া শুধুমাত্র শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষ এ দিন সন্দেশখালি যান।শুভেন্দু সন্দেশখালি পৌঁছতেই বিরোধী দলনেতাকে ঘিরে রীতিমতো জনপ্লাবন দেখা যায়৷শুভেন্দুকে ঘিরে শঙ্খ, উলু ধ্বনি দেন মহিলারা৷ হয় পুষ্পবৃষ্টি৷ শুভেন্দুর কাছে ক্ষোভ উগরে দেন গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষরা৷গ্রামের মহিলারা শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। শুভেন্দু অধিকারীর পা ধরে রীতিমতো তাঁর কাছে অভাব অভিযোগ জানাতে শুরু করে দেন। তার পরেই শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু৷গ্রামবাসীদের অভিযোগ শুনে বিরোধী দলনেতা নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তোলেন৷ সন্দেশখালির মহিলাদের তাঁর পরামর্শ, নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন তো? সন্ধের পর কোনও বহিরাগত এমন কি পুলিশ এলেও সবাই শঙ্খ বাজাবেন৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন এখানকার কোনও বাসিন্দা ভোট দিতে পারেননি৷ হাইকোর্টের নির্দেশে এবার সিবিআইকে মামলায় যুক্ত করা হয়েছে৷ সিবিআই শাহজাহানকে খপ করে ধরে নিক, সবাই ভোট দিতে পারবেন৷এদিন তিনি সন্দেশখালিতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে যান।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিরোধী দলনেতা জানিয়েছেন, বিকাশ সিংহের জামিনের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনে সুপ্রিম কোর্টের আইনজীবীকে নিয়ে আসা হবে৷ প্রায় তিন ঘণ্টা সন্দেশখালিতে থাকার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা৷ তবে সন্দেশখালি ছাড়ার সময় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ফের সন্দেশখালি যাবেন তিনি৷বাম জমানার পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম নন্দীগ্রামে বাম নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে শুরু করেছিলেন গ্রামের মহিলারা। তারপরের ঘটনা সকলেরই জানা। সেই আন্দোলনে ভর করেই সরকারে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কি সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম আন্দোলনের রূপ নিতে চলেছে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।যদিও তা মানছে না তৃণমূল। বরং শুভেন্দুর সন্দেশখালি যাওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল।

Most Popular

error: Content is protected !!