Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্যচাঁদার নামে জুলুমে গ্রেফতার হওয়া ৫ অভিযুক্তের জামিন, কটাক্ষ দিলীপের, পাল্টা কুনাল

চাঁদার নামে জুলুমে গ্রেফতার হওয়া ৫ অভিযুক্তের জামিন, কটাক্ষ দিলীপের, পাল্টা কুনাল

স্টাফ রিপোর্টার: ক্যাফের মালকিনকে হেনস্তার ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।মোটা অঙ্কের চাঁদা চেয়ে জুলুম, ক্যাফের মালকিনকে হুমকি, হেনস্তা একাধিক অভিযোগের জেরে এক তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।তবে কয়েক ঘন্টার মধ্যেই ৫ অভিযুক্তেরই জামিন হয়।ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ।

চাঁদার নামে জুলুমে গ্রেফতার হওয়া ৫ অভিযুক্তের জামিন, কটাক্ষ দিলীপের, পাল্টা কুনাল

জেল হেফাজতের আর্জি খারিজ করে আলিপুর আদালত।শুক্রবার এই প্রসঙ্গে মুখ খুলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না।” এরপরই তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি হচ্ছে একটা সার্কাস পার্টি। আর উনি সেখানকার জোকার। উনি এসব বুঝবেন না। দলে সাংগঠনিক নির্বাচন চলছে। সেই কারণেই পদের অবলুপ্তি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দল নেত্রী। উনি শীর্ষে রয়েছেন। দিলীপবাবুর এসব বোঝার কথা নয়। ওনাকে তো পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

Most Popular