Friday, May 10, 2024
spot_img
Homeরাজ্যপ্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

প্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

প্রসূতির মৃত্যুর অভিযোগে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল থানায়। আর অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী।মৃতের নাম মৌসুমী দে। গত ২১ মার্চ বাঁকুড়ার থানাগোড়া এলাকায় থাকা সুভাষ সরকারের নার্সিংহোম হিসাবে পরিচিত একটি নার্সিংহোমে ভর্তি হন মৌসুমী।

প্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

এরপর সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জেরেই অস্ত্রপচারের পর মৌসুমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। পরবর্তীতে তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে দুর্গাপুরের অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি।গত ২৫ মার্চ দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় মহিলার।ঘটনার পরের দিনই মৃতার স্বামী বাঁকুড়ার নার্সিংহোমের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বও এই ঘটনার বিরুদ্ধে সরব হন। চিকিৎসায় গাফিলাতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে স্বাস্থ্য দফতর।

প্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

সম্প্রতি, বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দফতরে। এরপরই গত ২৪ এপ্রিল মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে।

প্রসূতির মৃত্যুতে বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধ দায়ের এফআইআর

মৃতার স্বামীর দাবি, চিকিৎসক সোমরাজ সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়। শুধু তাই নয়, নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার দাবিও তুলেছেন তারা।

Most Popular