Tuesday, May 21, 2024
spot_img
Homeরাজ্যরাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

অক্ষয় তৃতীয়ার দিনে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর মনোনয়ন দিয়ে বেরিয়ে বিজেপিকে একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সন্দেশখালি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘সন্দেশখালি নিয়ে বাংলাকে কলুষিত করেছে। একটা দল এত নিকৃষ্ট মানের হতে পারে।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

গোধরা, পুলওয়ামা আমরা শুনেছি। সত্যপাল মালিক পুলওয়ামা নিয়ে বলেছেন। মোদি এদের নামে ভোট চেয়েছিল। আমরা শুনেছিলাম। আর সন্দেশখালি চোখে দেখলাম। বিজেপি মণ্ডল সভাপতি কথা বলছেন। এখনও তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয়নি। একের পর এক মহিলা প্রকাশ্যে এসে বলছেন জোর করে অভিযোগ লেখানো হয়েছিল। এসটি কমিশন ও মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে।’

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

অভিষেকের আরও অভিযোগ, ‘রেখা পাত্র বলছেন ভুয়ো অভিযোগকারিণীর কথা। দলগত ভাবে এই ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টে যেন ডিটিপি করে জমা দেওয়া হয়। রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের নাটক পর্রিকল্পিত। সন্দেশখালির বেলুন ফুটো হয়ে গিয়েছে। রেখা পাত্র যিনি বিজেপির প্রার্থী, যাঁর সঙ্গে প্রধাণমন্ত্রীর কথা বলছেন, সেই রেখা পাত্র বলছেন ভুয়ো নির্যাতিতাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

কে রেখা পাত্র? যিনি ২ হাজার টাকা নিয়ে অভিযোগ করেছিলেন, এমনটা বলেছেন গঙ্গাধর কয়াল। প্রকৃত স্বরূপ এবার বেরিয়ে আসছে। মহিলারা বিজেপির স্বরুপ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করেননি। বরং সাদা কাগজে পরিকল্পনা করে সিবিআইয়ের কাছে অভিযোগ করিয়েছে। একটা রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে তদন্ত করেছে।’

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

পাশাপাশি পুলওয়ামায় সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘বিজেপি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পুলওয়ামা করিয়েছিল। এটা আমরা বলছি না, বিজেপি যাঁকে রাজ্যপাল করেছিল সেই সত্য়পাল মালিক বলেছেন।’ অভিষেকের আত্মবিশ্বাস, ‘সভায় যেভাবে লোক আসছে তাতে আমি অত্যন্ত ইতিবাচক। আগামী চার তারিখ বাংলাকে কলুষিত করার যে বদনাম করেছে তার জবাব দেবে মানুষ।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

আজকে আমি মনোননয়ন জমা দেওয়ার পর ডায়মন্ড হারবারের মা বোনেদের কাছে, মানুষের কাছে হাত জোর করে আবেদন করব যেভাবে আপনাদের পাশে নিজের সাধ্যমতো থেকেছি, ডায়মন্ড হারবার আমার পরিবার। হাতজোড় করে আবেদন , ২০১৪ সালে যে আবেদন করেছিলাম ইয়াস, আমফান কোভিড-সহ বিভিন্ন সংকট বা উৎসবের সময়ে পাশে থেকেছি সাধ্যমতো।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

আমার কাজে আমি ত্রুটি রাখিনি। আমি জ্যোতিষ বা গণতকার নই। আমি আশা করছি জয়ের ব্যবধান বাড়বে। কেউ মানুষের জন্য কাজ করলে মানুষ তাঁকে সমর্থন করবেন।’ পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন তিনি। বলেন, রাজভবনের মহিলা কর্মীর ‘শ্লীলতাহানি’কাণ্ডে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন বোস।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

শুক্রবার তাকে নাটক বলে কটাক্ষ করেন অভিষেক। রাজ্যপালের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে? ক্ষমতা থাকলে রাজ্যপাল তাঁর করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনুন।’ অভিষেক আরও বলেন, ‘এই রাজ্যপাল কলুষিত করেছেন রাজ্যপাল পদটিকেই।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

মেয়ের বয়সি মেয়েকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। আমরা অনেক রাজ্যপাল দেখেছি। জগদীপ ধনখড়কেও দেখেছি। কিন্তু এই রকম নীচে নামতে কাউকে কাউকে দেখিনি।’ রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁর সাংবিধানিক রক্ষাকবচও রয়েছে।

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘রাজ্য সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। রাজ্যপাল বলে তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’

Most Popular

error: Content is protected !!