Friday, May 10, 2024
spot_img
Homeখেলা'দয়া করে বোলারদের কেউ বাঁচাও', টুইট অশ্বিনের

‘দয়া করে বোলারদের কেউ বাঁচাও’, টুইট অশ্বিনের

বোলারদের রক্ষা করার বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। কেকেআর-পাঞ্জাব ম্যাচ চলাকালীন টুইট করলেন তিনি। বোলারদের দুর্দশা দেখে দেশের তারকা অফস্পিনার লিখলেন, ”দয়া করে বোলারদের কেউ বাঁচাও।” ২০ ওভারের ম্যাচে ২৬১ রান তুলল কেকেআর। সেই রান তাড়া করতে নেমে শেষ ২ ওভারে জেতার জন্য পাঞ্জাব কিংসের দরকার ছিল ৯ রান।

'দয়া করে বোলারদের কেউ বাঁচাও', টুইট অশ্বিনের

আর এই সমীকরণ দেখার পরে অশ্বিন বলেন, ”প্রতি বলে এক রান করলে জিতবে, একটা টি-টোয়েন্টি ম্যাচের এমন পরিণতি, তাও আবার ২৬০-এর বেশি রান তাড়া করতে নেমে।” অবাক হয়ে যাচ্ছেন অশ্বিন। নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে এমন ঘটনা আগে দেখেননি তিনি।

'দয়া করে বোলারদের কেউ বাঁচাও', টুইট অশ্বিনের

এবারের আইপিএল সব হিসেব বদলে দিচ্ছে। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া অবিশ্বাস্য ম্যাচ দেখার পরে বলছেন, ”এরকম ম্যাচকে কীভাবে ব্যাখ্যা করবেন? আমার মনে হয়, ঐতিহাসিক এই শব্দটা দিয়েই একমাত্র ম্যাচটাকে আখ্যায়িত করা সম্ভব।”

'দয়া করে বোলারদের কেউ বাঁচাও', টুইট অশ্বিনের

আকাশ চোপড়া আরও জানিয়েছেন, ”ব্যাটাররা তাদের ক্ষমতার পরিচয় দিয়েছে। এবার বোলারদের পালা।” দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান আবার লিখেছেন, ”ক্রিকেটের এখন পরিবর্তন হয়েছে। ব্যাটসম্যানদের মানসিকতাও বদলেছে।”

Most Popular