Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্যতাপপ্রবাহের আবহে কাল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক ওআরএস ও জেনারেটর

তাপপ্রবাহের আবহে কাল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক ওআরএস ও জেনারেটর

তাপপ্রবাহের আবহে কাল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক ওআরএস ও জেনারেটরকাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আবহাওয়ার রণমূর্তির কথা মাথায় রেখে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে পর্যাপ্ত জলের পাশাপাশি ওআরএস মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে।

তাপপ্রবাহের আবহে কাল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক ওআরএস ও জেনারেটর

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবার জেনারেটর থাকাও বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, “সব সেন্টার ইনচার্জদের আমরা বলেছি, এত গরমে জেনারেটরের ব্যবস্থা রাখতেই হবে। ব্যতিক্রমী এই আবহাওয়ায় যদি লোডশেডিং হয়, তার জন্যই এটা বাধ্যতামূলক করা হয়েছে।

তাপপ্রবাহের আবহে কাল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক ওআরএস ও জেনারেটর

ওআরএস-এর ব্যবস্থা করতে বলা হয়েছে। যেহেতু ছাত্রছাত্রীরা জলের বোতল নিয়ে পরীক্ষার ঘরে ঢুকতে পারবেন না, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।”

Most Popular