Wednesday, May 8, 2024
spot_img
Homeজেলাযাদবপুরের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহামিছিল বারুইপুরে

যাদবপুরের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহামিছিল বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: শুক্রবার বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে বারুইপুরের রাজপথে মহামিছিল হয়। তাতে অংশ নেন সিপিএম নেতা তথা দমদম কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী। এদিন বিকালে পদ্মপুকুরে অবস্থিত সিপিএম জেলা পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। শেষ হয় ফুলতলা এলাকায়।

যাদবপুরের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহামিছিল বারুইপুরে

সৃজন এবং সুজন দু’জনেই হেঁটে প্রচার করেন। পথচলতি মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ করেন। সুজন চক্রবর্তী বলেন, যাদবপুরকে সৃজনশীল করতে হবে। আর সৃজন বলেন, যাদবপুর ও দমদমের লাল রং এবার আরও গাঢ় হবে। যাদবপুর ও দমদমে আমরা জিতব।সুজন চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে বলেন,

যাদবপুরের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহামিছিল বারুইপুরে

ইডি ১৯ দিন পর সন্দেশখালি গেল কি ধামাচাপা দেওয়ার জন্য? সন্দেশখালিতে অস্ত্রের ভান্ডার যেটা পাওয়া গেছে, পুলিশ কি তার কিছুই জানে না? পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না। রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল সরকার।
সুজনবাবু বলেন, সিপিএম নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ সাজানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ১২ বছরে কিছু দেখাতে পারলেন না কেন?

যাদবপুরের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মহামিছিল বারুইপুরে

স্তূপ স্তূপ ফাইল দেখিয়েছিলেন। কিন্তু কিছুই করতে পারলেন না। সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, গৌতম দেবের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিল। কত কর্মীদের নামে মিথ্যা মামলা সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনার যা করার উনি করুন। আসলে যা করেছেন, উনি লোকের কাছে ধরা পড়ে গেছেন।

Most Popular