Thursday, May 2, 2024
spot_img
Homeরাজ্য'রামনবমীতে অশান্তি পরিকল্পিত', দাবি মমতার, এনআইএ চায় বিজেপি

‘রামনবমীতে অশান্তি পরিকল্পিত’, দাবি মমতার, এনআইএ চায় বিজেপি

বুধবার, রামনবমীর দিন মুর্শিদাবাদ জেলা থেকে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।পাল্টা এই হিংসার জন্য একযোগে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই হিংসা পরিকল্পিত বলেও দাবি মমতার। বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা থেকে মমতা বলেন, ‘রাম নবমী হয়ে গেল সারা রাজ্যে। আর মুর্শিদাবাদের ঘটনা, আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে এক তরফা ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে চলেছে। আর হিন্দু – মুসলমান বিভাজন করে চলেছে। আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশুদিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি। একই জায়গায়। তার পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করল কারা? বিজেপির এমএলএ। দলবল নিয়ে গিয়ে।’ বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা করে তৃণমূলনেত্রী বলেন, ‘আপনি রাম নবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা এই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে।’ এর পর কমিশনকেও কাঠগড়ায় তোলেন মমতা। বলেন, ‘রাম তো নিজের চোখ দিতে গিয়েছিল মা দুর্গাকে। আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। ১৯ জন আহত হয়েছে। ওসি আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা সম্প্রদায়ের লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করার জন্য? যে পরের দিন নাটক করে বেড়াবেন? এটা একতরা প্রচার হচ্ছে। ভোট প্রক্রিয়া চলাকালীন এরকম করা যায় না।’ জেলার পুলিশ কর্তার বদলি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘ডিআইজিকে বদলি করেছিল কেন? আগের দিন কোনও প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ভোট নেই। যে লোকটা জেলাটাকে চিনত, এই সব জেলাগুলো খুব সেন্সেটিভ জেলা। বিজেপির হাত থেকে দাঙ্গা রুখতে আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়।’ এমনকী হাওড়ায় বিজেপির মিছিল নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, ‘হাওড়ায় বিজেপির প্রার্থী সকাল বেলা অস্ত্রশস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়।’ রায়গঞ্জের সভা থেকে একাধিক বিষয়ে সোচ্চার হওয়ার পর হরিরামপুরের সভাতেও তীব্র কণ্ঠে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।মমতা বলেন, ‘ওরা বলছে দুর্নীতি হয়েছে। প্রমাণ দাও। বার বার বলেছি, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র— চার রাজ্যের দুর্নীতির তালিকা প্রকাশ করে দেখাও কোথায় কত দুর্নীতি হয়েছে, কত মহা দুর্নীতি হয়েছে। আর বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি কয়েক জন বদমাইশি করেছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি।’ মমতা আরও বলেন, ‘বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হলে তৃণমূলই একমাত্র বিকল্প। আর অন্য কেউ পারবে না। আপনারা যদি চান সমস্ত সুযোগ-সুবিধা থাকুক তবে ভোটটা তৃণমূলেই আসবে। আর কোথাও নয়। সিপিএম, কংগ্রেস, বিজেপি হল জগাই-মাধাই-গদাই। ওদের একটা ভোটও দেবেন না। সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। ওরা পঞ্চায়েতে একসঙ্গে কাজ করে। বিধানসভায় একসঙ্গে কাজ করে। বাংলায় একসঙ্গে কাজ করে। কেরলে কংগ্রেস- সিপিএমে লড়াই। আর বাংলায় কংগ্রেস-সিপিএম ভাই ভাই। কী দোস্তি! কোথাও দোস্তি, কোথাও মস্তি। আমরা এ সব করি না।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে গেল। কী কাজ করেছে ওরা? টাকা বন্ধ করেছে। আর বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি। স্বাস্থ্যসাথী আমরা দিয়েছি। কন্যাশ্রী আমরা দিয়েছি। রূপশ্রী আমরা দিই। লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। চা-বাগানের পাট্টা আমরা দিই। তফসিলি ভাতা আমরা দিই। কাজ আমরা করেছি আর ভোটটা নিয়ে চলে গেল সু বাবু?নরেন্দ্র মোদির এত বড় সাহস! বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে! আরে বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না। হিম্মত থাকলে কাজ করে ভোট নাও। সাফল্য দেখিয়ে ভোট নাও। ১০ বছরে কী কাজ করেছ তার রেকর্ড দেখাও।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নাম না করে মমতা বলেন, ‘ওরা বলছে, জনতাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেবে? আরে, জনতা তোমাদের সরকারটাই উল্টে দেবে। বালুরঘাটের নাম বলতে পারে না। বলে বেলুরঘাট। এখানে যে সাংসদ ছিলেন, তাঁর নামটাও ঠিক করে বলতে পারেনি। আর একজন আসে ‘ভোট পাখি’। বছর বছর দেখা নেই। ওরা মানুষের প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। তাই ওরা হল ‘বন্ধ সরকার’।’

Most Popular