Wednesday, May 1, 2024
spot_img
Homeদেশট্রাফিক পুলিশের জন্য এসি হেলমেট, অভিনব উদ্যোগ ভাদোদরায়

ট্রাফিক পুলিশের জন্য এসি হেলমেট, অভিনব উদ্যোগ ভাদোদরায়

এই মুহূর্তে দেশজুড়ে গ্রীষ্মের তীব্র দাপট চলছে। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল গুজরাটের ভাদোদরা সিটি ট্রাফিক বিভাগ। এসি হেলমেট ব্যবহার শুরু করল তারা। এই হেলমেট নির্মাণ করেছেন ভাদোদরা আইআইটির পড়ুয়ারা।জানা গিয়েছে, সাড়ে চারশো পুলিশকর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের জন্য এসি হেলমেট, অভিনব উদ্যোগ ভাদোদরায়

এতে রয়েছে ব্যাটারি। যার সাহায্যে চালিত হয় হেলমেটে থাকা যন্ত্রটি। এর কাজ পরিধানকারীর শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা। শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলো-ধোয়া থেকেও রক্ষা করছে।বৃহস্পতিবার ভাদোদরার তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রির পারদ।

ট্রাফিক পুলিশের জন্য এসি হেলমেট, অভিনব উদ্যোগ ভাদোদরায়

বুধবারই গুজরাট জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি। এই পরিস্থিতিতে গুজরাটের ট্রাফিক পুলিশের জন্য এমন অভিনব উদ্যোগ প্রশংসা পাচ্ছে। তবে এই প্রথম নয়। গত বছর আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ পরীক্ষামূলক ভাবে এসি হেলমেট ব্যবহার শুরু করেছিল।

Most Popular