Thursday, May 2, 2024
spot_img
Homeরাজ্যকাল থেকে আরও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

কাল থেকে আরও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

তীব্র দাবদাহে পুড়ছে রাজ্যের দক্ষিণ থেকে উত্তর।তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে জানাল আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে থেকে সোমবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

কাল থেকে আরও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় হতে পারে তাপপ্রবাহ। এ সব জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করেছে কমলা সতর্কতা।

কাল থেকে আরও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

দক্ষিণের বাকি জেলাগুলিতেও স্বস্তি মিলবে না। সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়ও। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।হাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

কাল থেকে আরও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

সে কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

Most Popular