Monday, April 29, 2024
spot_img
Homeখেলাভারতসেরা মোহনবাগানকে অভিনন্দন এ লিগের

ভারতসেরা মোহনবাগানকে অভিনন্দন এ লিগের

সবুজ-মেরুন শিবিরকে অভিনন্দন জানাল অস্ট্রেলিয়ার এ লিগ ।এ লিগ থেকে একাধিক ফুটবলার আইএসএলে খেলছেন। মোহনবাগানে রয়েছেন তিন তারকা ফুটবলার। দিমি পেত্রাতোস, জেসন কামিন্স ও ব্রেন্ডন হ্যামিল খেলেছেন এ লিগে। এখন তাঁরা মোহনবাগানের গুরুত্বপূর্ণ সদস্য।ভারতসেরা হওয়ার অন্যতম কারিগর এই তিন তারকা।

ভারতসেরা মোহনবাগানকে অভিনন্দন এ লিগের

দিমি পেত্রাতোস মোহনবাগান সমর্থকদের নয়নের মণি। উঠে নেমে খেলে, গোলের গন্ধ মাখা পাস বাড়িয়ে এই অজি তারকা হৃদয় জিতে নিয়েছেন।সোশাল মিডিয়ায় এ লিগ লিখেছে, ”ম্যাচের প্রায় শেষলগ্নে জেসন কামিন্সের গোলে এ লিগের তিন প্রাক্তনী হাতে ট্রফি তুলেছেন। দিমিত্রি পেত্রাতোস, ব্রেন্ডন হ্যামিল এবং জেসন কামিন্সকে অভিনন্দন জানাই।

ভারতসেরা মোহনবাগানকে অভিনন্দন এ লিগের

ইন্ডিয়ান সুপার লিগে ২-১ গোলে মোহনবাগান হারায় মুম্বই সিটিকে।”এদিকে, মঙ্গলবার নক আউট ও সেমিফাইনালের ভেন্যু এবং সূচি জানিয়ে দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। দেশের সর্বোচ্চ লিগের নক আউট পর্ব শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। মোহনবাগান সরাসরি সেমিফাইনাল খেলবে। ২৩ এপ্রিল সবুজ-মেরুনের ম্যাচ।

Most Popular