Friday, April 19, 2024
spot_img
Homeদেশফের চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

ফের চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

সংবাদ সংস্থা : ফের শুরু হল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা। করোনা অতিমারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পরিষেবা। শুক্রবার পুনরায় এই পরিষেবার সূচনা করেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী।শুক্রবার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২৮ জন যাত্রীকে নিয়ে মৈত্রী বাস রওনা হয় কলকাতা সল্টলেকের উদ্দেশ্যে।

ফের চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে।আগরতলা কলকাতা বাস ভাড়া ১৭০০ টাকা এবং বাংলাদেশের ভ্রমণ কর ৫০০ টাকা। মোট ২২০০ টাকার বিনিময়ে আগরতলা-কলকাতা যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

ফের চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

তবে, ত্রিপুরার রাজধানী থেকে ঢাকা পর্যন্ত ভাড়া পড়বে ১ হাজার টাকা।এ বিষয়ে মন্ত্রী বলেন, যখন অসমে বন্যা ও ধসের কারণে ট্রেন বাতিল হয়ে যায় এবং বিমানের বিশাল চাহিদার জেরে বিমানভাড়া বেড়ে যায়, তখন সরাসরি এই বাস পরিষেবা সাধারণ মানুষের কাজে আসবে।

ফের চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

আগামীদিনে এই বাস পরিষেবা পুনরায় শুরু হওয়ার কথা ছড়িয়ে পড়লে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।

Most Popular