Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যঅভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

অভিষেকের বিরুদ্ধে ‘ভূমিপূত্র’ অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

রাজ্যের ৪১টি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। তবে হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম ঘোষণা আটকে ছিল এতদিন। যা নিয়ে কটাক্ষও করতে ছাড়েনি তৃণমূল।বিজেপি অবশ্য দাবি করে আসছিল এখানে চমক থাকবে।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

বিজেপির প্রার্থী ঘোষণার আগে নানারকম জল্পনা চলছিল৷ উঠে এসেছিল এক আইনজীবী ও এক মহিলা আইনজীবীর প্রসঙ্গও৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকেই প্রার্থী করল না গেরুয়া শিবির৷অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি।জানা গিয়েছে, অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন এর আগে। এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

দক্ষিণ ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন একসময়ে। উল্লেখ্য, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি।এই আবহে গেরুয়া শিবিরের দাবি, ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন অভিজিৎ। আর তাই স্থানীয় নেতাতে ভরসা রেখে ‘চমক’ দিল বিজেপি। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিপিএমের তরুণ নেতা প্রতীক-উর রহমান। প্রার্থী দিয়েছে আইএসএফ-ও৷ফলে সেখানে এক চারমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এখন দেখার ববি কতটা লড়াই করতে পারে।যদিও তৃণমূল এসবে আমল দিতে নারাজ৷

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল৷ তার এত পরে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ তার মানেই বোঝা যাচ্ছে, বিজেপি ভয় পেয়েছে৷মঙ্গলবার ডায়মন্ড ছাড়াও দেশের মোট ৭ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয় দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে।

অভিষেকের বিরুদ্ধে 'ভূমিপূত্র' অভিজিৎকে প্রার্থী করল বিজেপি

মহারাষ্ট্রের ১টি, পঞ্জাবের ৩টি, উত্তরপ্রদেশের ২টি আসনেরও প্রার্থীর নাম আজ ঘোষণা করে বিজেপি। এছাড়া তেলাঙ্গানার একটি বিধানসভা আসন এবং উত্তরপ্রদেশের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থী এবং ওড়িশা বিধানসভা ভোটের ২১ জন প্রার্থীর নামও ঘোষণা করে বিজেপি।

Most Popular