Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্যঅনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী মৃত ব্যক্তি!

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী মৃত ব্যক্তি!

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে এবার মৃত ব্যক্তির নাম। সাক্ষী হিসেবে নাম রয়েছে সায়গল ঘনিষ্ঠ মাধব কৈবর্ত্যর। মোট ৯৫ জনের তালিকার ৫৮ নম্বরে রয়েছে মাধব কৈবর্ত্যের নাম। যিনি গত এপ্রিল মাসে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী মৃত ব্যক্তি!

তবে সিবিআইয়ের চার্জশিটে কিন্তু উল্লেখ রয়েছে, মাধব কৈবর্ত্যের স্টেটমেন্ট বা বয়ান রেকর্ড করা হয়নি। তা সত্বেও কী করে তাঁকে এই মামলায় সাক্ষী করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে তাঁকে সাক্ষীও করা হয়। কিন্তু আইন অনুযায়ী, চার্জশিট পেশ করার আগে কোনও সাক্ষীর মৃত্যু হলে তাঁর নাম সাক্ষী তালিকা থেকে বাদ দেওয়া হয়।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী মৃত ব্যক্তি!

যদিও সিবিআই সূত্রে খবর,সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত অবস্থায় সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সরবরাহ করেছিলেন। যা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অত্যন্ত প্রাসঙ্গিক।দুর্ঘটনায় মৃত মাধব কৈবর্ত্যের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর স্ত্রীর নামও রয়েছে সাক্ষী হিসেবে।

Most Popular

error: Content is protected !!