Thursday, May 9, 2024
spot_img
Homeবিদেশভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার আক্রমণ হতে পারে, সতর্কবার্তা অ্যাপেলের

ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার আক্রমণ হতে পারে, সতর্কবার্তা অ্যাপেলের

ভারত-সহ মোট ৯২ টি দেশে মার্সিনারি স্পাইওয়্যার আক্রমণ হতে পারে। নয়া সতর্কবার্তা জারি করা হল অ্যাপেলের তরফে। অ্যাপেল জানিয়েছে, এই স্প্যাইওয়ার গ্রাহকদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। এক্ষেত্রে অতীতের পেগাসাস ইস্যুকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে অ্যাপেল। ২০২১ সালে এই পেগাসাস ইস্যু গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করে তোলে।

ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার আক্রমণ হতে পারে, সতর্কবার্তা অ্যাপেলের

বর্তমান মার্সিনারি স্পাইওয়্যারও কিছুটা একই পদ্ধতিতে কাজ করবে। তবে আরও বেশি গোপনীয়তার সঙ্গে। অত্যন্ত দামি ও বিরল এই স্পাইওয়্যার আপনার ফোন হ্যাক করতে পারে। সংস্থার দাবি, এই হ্যাকিংয়ের টার্গেট হতে পারেন যে কেউ। তবে আপনি কে ও আপনি কী করেন তার ভিত্তিতে বিশেষ বিশেষ ব্যক্তিদের নিশানা করা হতে পারে।

ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার আক্রমণ হতে পারে, সতর্কবার্তা অ্যাপেলের

কেন বিশেষ বিশেষ ব্যক্তিরা এর টার্গেটে আসতে পারেন। তার ব্যাখ্যা দিয়ে অ্যাপেলের দাবি, মার্সিনারি স্পাইওয়্যার আর ৫টা সাধারণ স্পাইওয়্যারের চেয়ে অনেক বেশি জটিল। ফোন ব্যবহারকারীদের কোনও কিছু বোঝার সুযোগ না দিয়েই ফোন হ্যাক করতে সক্ষম এটি। ফলে ব্যবহারকারী জানতেও পারেন না তার ফোন হ্যাক হয়েছে।

ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার আক্রমণ হতে পারে, সতর্কবার্তা অ্যাপেলের

এই ধরনের হ্যাকিংয়ে কয়েক লক্ষ ডলার খরচ হতে পারে। এবং স্পাইওয়্যারের কর্মক্ষমতাও বেশিদিন থাকে না। ফলে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই স্পাইওয়্যারের হামলা রোখা রীতিমতো কঠিন বিষয়। সংস্থার বার্তা এর আগে এই ধরনের প্রযুক্তিগত আক্রমণ অ্যাপেলেও কখনও ঘটেনি।

Most Popular