Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যশিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী, কাল বাড়বে আরও

শিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী, কাল বাড়বে আরও

প্রবল গরমের মধ্যে গত সোমবার থেকে শুরু হয়েছে শান্তির বৃষ্টি। পরপর তিনদিন ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও ৪০-৪২ ডিগ্রি থেকে একধাক্কায় নেমে গিয়েছে অনেকটাই। আর তারই মধ্যে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী।

শিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী, কাল বাড়বে আরও

বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢাকতে থাকে আকাশ। দুপুর ১ টা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়, সঙ্গে শোনা যায় বেঘের গর্জন। বজ্রপাতের শব্দও শোনা যায় কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। তবে শিলাবৃষ্টি একেবারে চমকে দিয়েছে কলকাতাবাসীকে।

শিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী, কাল বাড়বে আরও

বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিল পড়তে দেখা যায় এদিন।দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা আগেই জারি করা হয়েছে।কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Most Popular

error: Content is protected !!