Thursday, May 9, 2024
spot_img
Homeবিদেশস্বস্তি ইমরান-বুশরার, ১৪ বছরের জেল হেফাজতের রয়ে স্থগিতাদেশ আদালতের

স্বস্তি ইমরান-বুশরার, ১৪ বছরের জেল হেফাজতের রয়ে স্থগিতাদেশ আদালতের

সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের জেল হেফাজতের রায়ে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাই কোর্ট।তবে রায়ে স্থগিতাদেশ দিলেও জেল থেকে মুক্তি পাবেন না ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ইদের ছুটির পর মামলার শুনানি হবে, তার পরই চূড়ান্ত রায় দেবে আদালত।

স্বস্তি ইমরান-বুশরার, ১৪ বছরের জেল হেফাজতের রয়ে স্থগিতাদেশ আদালতের

উল্লেখ্য, তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ১৪ বছর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। বিপুল অঙ্কের জরিমানাও করা হয়েছিল তাঁদের। পাশাপাশি বলা হয়েছিল, আগামী ১০ বছর তাঁরা কোনও সরকারি পদে বসতে পারবেন না। এই রায়ের জন্যই দেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ইমরান।

স্বস্তি ইমরান-বুশরার, ১৪ বছরের জেল হেফাজতের রয়ে স্থগিতাদেশ আদালতের

যা দেখে তাঁর দল পিটিআই-এর একাংশের দাবি, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ভোটের লড়াই থেকে দূরে রাখতেই এই রায় দিয়েছিল আদালত। ইসলামাবাদ হাই কোর্টের রায়ে পর তাঁদের সেই দাবিতেই সিলমোহর পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Most Popular