Saturday, April 27, 2024
spot_img
Homeদেশকংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ। কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিসের কথা জানিয়ে বলেন, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে আয়কর দপ্তরের নোটিসে বড় চাপে পড়লেন রাহুল-খাড়গেরা।নোটিসে উল্লেখ করা হয়েছে ২০১৭-১৮ থেকে ২০২০-২১, এই চার অর্থবর্ষে কংগ্রেসের আয়কর রিটার্নের হিসেব ধরে এই নোটিস দেওয়া হয়েছে। এতে জরিমানা ও সুদ সবই ধরা হয়েছে।

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

উল্লেখ্য, আয়কর নিয়ে অনিয়মের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ।এর আগে, বকেয়া কর হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিস দিয়েছিল আয়কর দফতর। সেই নোটিসে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে।

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

বিচারপতিরা জানিয়েছিলেন ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের আদেশে নাক গলানোর প্রয়োজন বোধ করছেন না তাঁরা। তবে কংগ্রেস দলকে, এই আদেশ স্থগিত করার জন্য আপিল ট্রাইব্যুনালে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছিল আদালত। এবার ১৭০০ কোটিটাকা দেওয়ার নোটিসের বিরুদ্ধেও কংগ্রেস ফের আবেদন করে কিনা, সেটাই দেখার।

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

এদিকে আয়কর দপ্তরের এই নোটিশ পাওয়ার পর কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘যারা এগুলো করছে তাদের বোঝা উচিত কোনও না কোনও দিন বিজেপির সরকার বদল হবে। সরকার বদল হলেই গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হবে।

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠাল আয়কর দফতর

এমন তদন্ত হবে যে আমি গ্যারান্টি দিচ্ছি দ্বিতীয়বার এমন কাজ করার সাহস পাবে না ওরা। এটা আমার প্রতিশ্রুতি।” পাশাপাশি এবিষয়ে ভিডিও বার্তাও দেন রাহুল গান্ধী।

Most Popular