Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্য‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল নেতৃত্বকে হেনস্তা করা হচ্ছে। সুকৌশলে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে লোকসভা ভোটের আগে শুক্রবার নির্বাচন কমিশনে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি দল।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

ওই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শশী পাঁজা, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ।তার পর কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘আমরা একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছি। চিঠি গ্রহণ করা হয়েছে। আমরা কমিশনের কাছে কিছুটা সময় চেয়েছিলাম।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

সোমবার সেই সময় পাওয়া গিয়েছে। আবার আমাদের প্রতিনিধি দল আসবে। আজকের চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’’ শশী আরও বলেন, ‘‘লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। দেশের সর্বত্র এখন আদর্শ আচরণবিধি চলছে। এই সময়ে কোনও দলের কোনও অভিযোগ থাকলে কমিশনের দ্বারস্থ হতে হয়।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

বিজেপির অঙ্গুলিহেলনে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বাংলায় কোমর বেঁধে নেমে পড়েছে। আমাদের প্রার্থী মহুয়া মৈত্র, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কাউন্সিলর জুঁই বিশ্বাসদের বাড়িতে তারা হানা দিচ্ছে। প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর, কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। প্রার্থীকে বিব্রত করার অর্থ প্রচার আটকানো।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে এটা করা হচ্ছে। শুধু ইডি, সিবিআই নয়, আয়কর দফতর, এনআইএ-র মতো সংস্থাও আমাদের নেতাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। কর্মীদের ব্যতিব্যস্ত করা হচ্ছে। এই বিষয়টি আটকানোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনের কাছে। দেশের ইতিহাসে এমনটা আগে কখনও দেখা যায়নি।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে’, কমিশনে নালিশ তৃণমূলের

লক্ষ্যনীয়, সব কেন্দ্রীয় সংস্থাই কিন্তু বাংলায় আসছে। বিজেপিশাসিত রাজ্যে যাচ্ছে না। দেশে নিরপেক্ষ নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের। আমরাও সেটাই চাইছি।’’

Most Popular