Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যইউসুফের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারে না কমিশনের

ইউসুফের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারে না কমিশনের

লোকসভা নির্বাচনের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহার করে আর ভোটের প্রচার করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহার করে বিপাকে পড়েছিলেন বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। নির্বাচন কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে নালিশ জানিয়েছিল কংগ্রেস।

ইউসুফের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারে না কমিশনের

এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল কমিশন।সম্প্রতি ইউসুফের নির্বাচনী প্রচারের একটি ফ্লেক্স ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছিল। বিশ্বকাপ হাতে ইউসুফের ছবি, সচিন তেন্ডুলকরের সঙ্গে ইউসুফের ছবি-সহ আরও বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছিল।

ইউসুফের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারে না কমিশনের

আর এই ফ্লেক্স ঘিরেই তীব্র আপত্তি জানিয়েছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের দুয়ারে। বলা হয়েছিল, ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশে বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন ইউসুফ। সঙ্গে এও বলা হয়েছিল, ভারতরত্ন সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

ইউসুফের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহারে না কমিশনের

সেই অভিযোগ পেতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করেছিল কমিশন। জেলশাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। আর এবার কমিশনের থেকে জানিয়ে দেওয়া হল, কোনওভাবেই বিশ্বকাপের ওই ধরনের ছবি আর ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারে।

Most Popular