Saturday, April 27, 2024
spot_img
Homeদেশ'অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে', চিনের দাবি ওড়াল নয়াদিল্লি

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে’, চিনের দাবি ওড়াল নয়াদিল্লি

সম্প্রতি নতুন করে অরুণাচল প্রদেশকে নিয়ে দাবি তুলেছে চিনের প্রতিরক্ষামন্ত্রক। বেজিংয়ের তরফে বলা হচ্ছে, ভারতের নয়, বরং চিনের অংশ অরুণাচল। যদিও লালফৌজের চোখরাঙানি ওড়ায় ভারত। স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানায়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চিনের দাবি কেবল অযৌক্তিক এবং ভিত্তিহীন নয়, হাস্যকরও বটে।

'অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে', চিনের দাবি ওড়াল নয়াদিল্লি

অরুণাচলে ভারত সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। তাতেই ফের চিনা আপত্তি ওঠা শুরু করেছে। সেই নিয়ে প্রশ্ন করা হল বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও এক বার স্পষ্ট করে বলে দিলেন,”অরুণচল নিয়ে আমাদের অবস্থান শুরু থেকেই এক। বার বার সে কথা বলাও হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

'অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে', চিনের দাবি ওড়াল নয়াদিল্লি

চিন যাই বলুক আমাদের অবস্থান বদলাবে না।” সম্প্রতি দুবার অরুণাচকে নিজেদের অংশ বলে দাবি করেছে চিন। লালফৌজের দাবি, ওই ভূখণ্ডের প্রকৃত নাম ‘জাংনান’। এবং সেটা চিনের অংশ। যদিও চিনের সেই দাবি খারিজ করেছে আমেরিকাও।

Most Popular