Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যঅভিষেক, সায়নীর কেন্দ্রে দায়িত্ব বাড়ল শওকতের

অভিষেক, সায়নীর কেন্দ্রে দায়িত্ব বাড়ল শওকতের

লোকসভা ভোটে দলে দায়িত্ব বাড়ল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার।চব্বিশের নির্বাচনে জয়নগরে ঘাসফুল শিবিরের পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের একটি বিধানসভা আসন এবং সায়নী ঘোষের কেন্দ্রের একটি বিধানসভা আসনে দায়িত্ব পেলেন শওকত।

অভিষেক, সায়নীর কেন্দ্রে দায়িত্ব বাড়ল শওকতের

দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে চারটি লোকসভা কেন্দ্র- যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার। মথুরাপুর কেন্দ্র ছাড়া বাকি তিন কেন্দ্রে বড় দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। জয়নগরের পর্যবেক্ষক হওয়া ছাড়া ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভার দায়িত্ব পেয়েছেন শওকত।

অভিষেক, সায়নীর কেন্দ্রে দায়িত্ব বাড়ল শওকতের

আবার যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় বিধানসভারও দায়িত্ব পেয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। যাদবপুরে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র। এই মুহূর্তে এখানকার বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী। সেই ভাঙড়ে ভোট বৈতরণী পার হতে শওকতের উপর আস্থা রাখল শাসকদল।

Most Popular