Saturday, April 27, 2024
spot_img
Homeজেলা"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

“রাস্তা নাই, ভোট নাই” গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

বিশ্ব সমাচার, নামখানা : মাটির রাস্তার দু’ধারের ইলেকট্রিক পোস্টে লাগানো রয়েছে পোস্টার। সেই পোস্টার গুলিতে লাল রঙের কালিতে লেখা রয়েছে “বুথ নম্বর ২৩৭ ও ২৩৮ শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে, রাস্তা নাই ভোট নাই”। এছাড়াও এই এলাকার বেশ কয়েকটি বাড়িতেও একই লেখা পোস্টার লাগানো রয়েছে।

"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

বৃহস্পতিবার সকালে এই পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামের ২৩৭ ও ও ২৩৮ নম্বর বুথের একটি রাস্তায় আজও পর্যন্ত ঢালাই পড়েনি। মাটির রাস্তা দিয়েই যাতায়াত করেন এই বুথের প্রায় ২০০টি পরিবার।

"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা সুবল বারুই বলেন, “১১৭ নম্বর জাতীয় সড়ক থেকে নারায়ণতলা খাল পর্যন্ত প্রায় ৪০০ মিটারের একটি মাটির রাস্তা রয়েছে। এই রাস্তাটি হল এই গ্রামের দুটি বুথের প্রধান যাতায়াতের রাস্তা।

"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

গত প্রায় তিন বছর আগে এই রাস্তার ১০০ মিটার ঢালাই করা হলেও, এখনও পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তা কাঁচা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু এক পশলা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যায় না। সমস্যায় পড়ে যায় স্কুলের ছাত্র-ছাত্রীরা।

"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

এছাড়াও গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।” গ্রামের আরও এক বাসিন্দা রঞ্জু দলপতি বলেন, “ভোট এলেই সব রাজনৈতিক দল রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট ফুরিয়ে গেলে যেমন রাস্তা তেমনই থেকে যায়। তাই গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন।

"রাস্তা নাই, ভোট নাই" গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ নামখানার গ্রামবাসীদের

রাস্তা না হলে এই গ্রামের প্রায় ২০০টি পরিবার লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবে।”নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ১০০ মিটার রাস্তার কাজ হয়ে গিয়েছে। বাকি রাস্তার ইস্টিমেট হয়ে রয়েছে। নির্বাচন বিধি কেটে গেলেই ওই রাস্তার কাজ শুরু করা হবে।

Most Popular