Sunday, April 28, 2024
spot_img
Homeরাজ্যপদত্যাগ করে ভোটে লড়তে পারবে চিকিৎসকরা

পদত্যাগ করে ভোটে লড়তে পারবে চিকিৎসকরা

সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা পদত্যাগ করে ভোটে লড়তে কোনও বাধা নেই। অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। এ নিয়ে নির্দেশ দিতে গিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, চিকিৎসক এমনিতে জনতার সেবক। কিন্তু তিনি যখন ভোটে লড়তে চান, তখন বুঝতে হবে যে তিনি বৃহত্তর স্বার্থে জনতার কাজ করতে চান।

পদত্যাগ করে ভোটে লড়তে পারবে চিকিৎসকরা

আসলে পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিস রুলস অনুযায়ী, চিকিৎসক, পুলিশ, দমকল বিভাগের মতো জরুরি পরিষেবার আওতায় থাকা কর্মীরা ভোটে লড়তে চাইলে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, চাকরি থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে অংশ নেওয়াই যায়।

Most Popular