Sunday, April 28, 2024
spot_img
Homeজেলাজিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি...

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

বিশ্ব সমাচার, মথুরাপুর: মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বাপি হালদার দেওয়াল লিখন থেকে মিছিল, মিটিং প্রভৃতি শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তিনি।

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

সেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর তৃণমূল জেলা সংগঠনের সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ মথুরাপুর লোকসভার সাতটি বিধানসভার বিধায়করা। বৈঠকে সাতটি বিধানসভার বিধায়করা বলেন, প্রতিটি বিধানসভাতে বাপি হালদার অনেক ভোটে লিড করবেন। আগে এই কেন্দ্রে সিএম জেটুয়া সাংসদ ছিলেন।

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

তিনি যত ভোটে এখান থেকে জিতেছেন, তার অনেক বেশি ভোটের মার্জিনে জিতবেন বাপি হালদার। আর বাপি হালদার বলেন, তিনি জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন। সুন্দরবনে কংক্রিটের নদীবাঁধ তৈরি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৬টি প্রকল্পের পরিষেবা মানুষ পাচ্ছে কি না, সেটা দেখতে হবে। মুড়িগঙ্গার উপর দিয়ে ব্রিজ তৈরি করতে হবে।

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

এলাকার রাস্তাঘাট আরও উন্নতি করতে হবে।তিনি এবং উপস্থিত বিধায়করা সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশন করতে বলেন। যে ঘটনা ঘটে তা যেন সত্য পরিবেশন করা হয়। কিছু প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া সত্যকে ধামাচাপা দিয়ে অন্য খবর দেখায়।

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

তারা যাতে এইরম ফেক খবর না দেখায়, তার জন্য তিনি সাংবাদিকদের আবেদন জানান।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা প্রধানমন্ত্রীর কথা মতো ইডির বাজেয়াপ্ত তিন হাজার কোটি টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গে বলেন, এটা কোনও দিন সম্ভব নয়।

জিতলে প্রথম কাজ হবে সুন্দরবনের উন্নয়ন, দাবি মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের

যেহেতু এখন আদালতে এই ব্যাপারে মামলা চলছে। তাছাড়া প্রধানমন্ত্রী এর আগে অনেক কথাই বলেছিলেন। বছরে দু’ কোটি বেকার মানুষকে চাকরি দেবেন, ১৫ লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিছুই হয়নি। আবার মিথ্যা প্রচার করছেন ভোট এসেছে বলে।

Most Popular