Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাগোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলেন গ্রামবাসীরা

গোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলেন গ্রামবাসীরা

বান্টি মুখার্জি, ক্যানিং: এক গোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে ক্যানিং থানার থুমকাটি এলাকায়। বর্তমানে ধৃত গোরু চোর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থুমকাটি গ্রামের বাসিন্দা স্বপন মালির বাড়িতে তিন গোরু চোর বৃহস্পতিবার ভোররাতে হানা দেয়।

গোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলেন গ্রামবাসীরা

স্বপন মালি দেখতে পান, তাঁর গোয়াল থেকে গোরু নিয়ে তিন চোর পালিয়ে যাচ্ছে। সেই সময় তিনি চিৎকার করে চোরেদের পিছনে ধাওয়া করেন। তিন চোর গৃহকর্তাকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন স্বপন। সেই মুহূর্তে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। সাইফুদ্দিন সেখ নামে এক গোরু চোরকে ধরে ফেলেন গ্রামবাসীরা।

গোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলেন গ্রামবাসীরা

তাকে উত্তম মধ্যম দিয়ে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেন।ধৃত সাইফুদ্দিনের বাড়ি মগরাহাট থানা এলাকায়।তার দাবি, এদিন একটি হাতি গাড়িতে করে আল আমিন, ছোটে সেখ নামে আমতলা শিরাকোলের দুই যুবক আসে। তারা দর্জির কাজ করে। মালপত্র আনার জন্য একসঙ্গে যাচ্ছিল।

গোরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলেন গ্রামবাসীরা

সেই সময় রাতের অন্ধকারে স্থানীয় লোকজন তাদের মারধর করে।তবে সঙ্গী দু’জন পালিয়ে গেল কেন, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছে ধৃত সাইফুদ্দিন। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Most Popular