Saturday, April 27, 2024
spot_img
Homeদেশঅস্বস্তিতে কেজরি, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

অস্বস্তিতে কেজরি, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

ফের চার দিনের ইডি হেফাজত হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ইডি হেফাজত শেষে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে হাজির করানো হয় কেজরিকে। আদালতে যাওয়ার পথে কেজরি জানান, তাঁর গ্রেপ্তারি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’। এদিন আদালতে কেজরির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা ছাড়াও অতিশী,

অস্বস্তিতে কেজরি, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির নেতারা। আদালতে নিজের স্বপক্ষে বলতে গিয়ে কেজরি বলেন, ‘ইডির রিম্যান্ডের আবেদনের বিরোধিতা করছি না। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দু’টি উদ্দেশ্য। এক, আপকে ভেঙে দেওয়া। দুই, আড়ালে তোলাবাজির চক্র চালানো।’

অস্বস্তিতে কেজরি, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

এদিকে ইডির তরফে আদালতে বলা হয়, “উদ্ধার হওয়া মোবাইল ফোনের পাসওয়ার্ড বলেননি কেজরিওয়াল। যদি তিনি সহযোগিতা না করেন তাহলে প্রযুক্তির সাহায্য নিয়ে খুলতে হবে। সে কারণে আমাদের আরও হেফাজতের সময় চাই।

অস্বস্তিতে কেজরি, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

উনি সহযোগিতা করছেন না। প্রশ্নের উত্তর সরাসরি দিচ্ছেন না।” ইডির এও দাবি, কেজরিওয়াল তাদের ১০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন তার প্রমাণ আছে।

Most Popular