Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাপ্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

প্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : রাত পোহালেই দোল পূর্ণিমা। তার আগেই ভোট প্রচারে বেরিয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আবির খেলায় মাতলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। শনিবার সকালে কাকদ্বীপের নারায়ণপুর এলাকায় বিধায়ক মন্টুরাম পাখিরার নেতৃত্বে ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী।

প্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

এদিন ওই এলাকার একটি কালী মন্দিরে পুজো দিয়ে তিনি ভোট প্রচার শুরু করেন। ভোটের প্রচার শুরু হতেই সবুজ আবির মাখিয়ে প্রার্থীকে বরণ করে নেন দলের কর্মী ও সমর্থকেরা। এরপরই সবাই ভোট প্রচারের মাঝেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন। দলের কর্মী ও সমর্থকেরা একে একে প্রার্থীর গালে আবির লাগিয়ে দেন।

প্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

পরে কোলাকুলির মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি পথ চলতি মানুষদেরও তাঁরা আবির মাখিয়ে খেলার সঙ্গী করে নেন। এদিন প্রার্থীকে ঘিরে দলের কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের এক সমর্থক প্রিয়াঙ্কা সাহু বলেন, “সামনেই রয়েছে রঙ খেলা।

প্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

বিভিন্ন এলাকায় উদযাপন করা হচ্ছে বসন্ত উৎসব। প্রার্থীকে কাছে পেয়ে এদিন কর্মী ও সমর্থকরা সবাই মিলে বসন্ত উৎসবেই মেতে উঠলাম। সবুজ আবির মাখিয়ে প্রার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। প্রার্থীর সঙ্গে নিজেরাও আবির খেলায় মেতে উঠেছিলাম।” প্রার্থী বাপি হালদার বলেন, “কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনোবল অনেকটাই বেড়ে গিয়েছে।

প্রচারে বেরিয়ে রঙ খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী ও কর্মীরা

শুধু ভোটের প্রচার নয়, তার মাঝেই মানসিক অবসাদ কাটাতে সবাই মিলে আবির খেলায় মেতে উঠেছিলাম।”
এদিন কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতেও প্রার্থী বাপি হালদার জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকাতেও তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

Most Popular