Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাদলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল...

দলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : এখনও পর্যন্ত দলের নির্দিষ্ট কোন প্রতীক না থাকায়, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই। ইতিমধ্যেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই দলের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়েছে। দেওয়াল গুলিতে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বনাথ সরদারের নাম লেখা হলেও, দলের কোন প্রতীক বা চিহ্নই আঁকতে পারেননি কর্মীরা।

দলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই

স্বাভাবিকভাবেই দেওয়াল জুড়ে প্রার্থীর নাম লিখে লোকসভা নির্বাচনের প্রচার সারতে হচ্ছে এই দলের কর্মীদের।এ বিষয়ে এস ইউ সি আইয়ের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ নস্কর বলেন, “নির্দিষ্ট কিছু কারণে এখনও পর্যন্ত দলের কোন প্রতীকী চিহ্ন স্বীকৃতি পায়নি। তাই প্রার্থীর মুখকে সামনে রেখে দলের কর্মীরা প্রচার শুরু করেছেন।” তিনি আরও বলেন, এখন ইভিএমে দলীয় চিহ্ন ছাড়াও প্রার্থীর ছবি দেওয়া থাকে।

দলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই

তাই প্রার্থীকেই সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা হয়েছে। তবে প্রার্থীর নমিনেশন করার দিন দলীয় চিহ্ন পাওয়া যাবে। এরপরই দলীয় চিহ্নকে ভোটারদের সামনে তুলে ধরা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে ব্যাটারি টর্চ লাইটের চিহ্নকে বেছে নেওয়া হতে পারে।এস ইউ সি আইয়ের কাকদ্বীপ সাংগঠনিক জেলা সম্পাদক সুজিত পাত্র বলেন, “নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এবছর দেওয়াল লেখার পাশাপাশি পোস্টার ও হ্যান্ডবিলের উপর জোর দেওয়া হয়েছে।

দলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই

এছাড়াও লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে, ‘লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে বিচার করুন’। এই বইটি লোকসভা কেন্দ্রের ভোটারদের হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় কুড়ি হাজার বই এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে নিয়ে আসা হবে। এই বইটির মধ্যে বর্তমান সাধারণ মানুষের নানান সমস্যার কথা তুলে ধরা হয়েছে।

দলের নির্দিষ্ট প্রতীক নেই, মথুরাপুরে প্রার্থীর মুখকে সামনে রেখে প্রচার শুরু করল এস ইউ সি আই

বিশেষত সাধারন মানুষের মৌলিক অধিকারের কথা তুলে ধরে, গণআন্দোলনকে প্রাধান্য দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এবার লোকসভা নির্বাচনের প্রচারে সুন্দরবনের নদী বাঁধের সমস্যা, মুড়িগঙ্গা নদীর উপর সেতু সহ জয়নগর থেকে রামগঙ্গা পর্যন্ত রেল লাইনের বিষয়টি মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে তুলে ধরা হবে।”

Most Popular