Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাস্বাধীনতার পর প্রথম ময়রারচকে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা

স্বাধীনতার পর প্রথম ময়রারচকে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা

রফিকুল ঢালি, কুলতলি: কুলতলি বিধাসভার মেরিগঞ্জ, কুন্দখালি, গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল ময়রারচক দ্বীপে ১৩৫টি পরিবারের বাস করে। এই দ্বীপে যাতায়াতের জন্য কোনও রাস্তা ছিল না। গরমের সময় জমির আল দিয়ে যাতায়াত করতে হ বর্ষায় ভরসা ছিল ডিঙ্গি নৌকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, তাঁদের জন্য স্থায়ী রাস্তা তৈরি করা হোক।

স্বাধীনতার পর প্রথম ময়রারচকে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা

অবশেষে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে আড়াই কিমি ঢালাই রাস্তার কাজ। ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই রাস্তা। শুরু হয়েছে জেসিবি দিয়ে রাস্তার মাটি কাটার কাজ। এক মাসের মধ্যেই এই রাস্তা সম্পূর্ণ হবে। এমনটাই জানাচ্ছেন এলাকার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল।

স্বাধীনতার পর প্রথম ময়রারচকে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা

এই রাস্তার তৈরির কাজে খুশি এলাকার মানুষজন। দ্বীপের ছাত্রছাত্রীরা, বয়স্ক মানুষজন জানাচ্ছেন, অন্যান্য সময় জমির আল দিয়ে যাতায়াত করলেও বর্ষার সময় প্রায় চার চার মাস তাদের বাড়িতেই থাকতে হত। ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারত না। এই রাস্তা তৈরির ফলে তাঁরা উপকৃত হবেন।

Most Popular