Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাআধার কার্ড বাতিল হওয়ায় আত্মহত্যা সোনারপুরে

আধার কার্ড বাতিল হওয়ায় আত্মহত্যা সোনারপুরে

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: কিছুদিন আগে বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিল হওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন। ফলে বেশকিছু বাতিল হওয়া আধার কার্ড পুনরায় সংশোধন করা হয়। কিন্তু অনেক আধার কার্ড বাতিল হয়ে যাওয়ায় অনেক কার্ডধারী চিন্তায় পড়েছেন।

আধার কার্ড বাতিল হওয়ায় আত্মহত্যা সোনারপুরে

এঁদের একজন আত্মহত্যা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানা এলাকায়।মৃতের নাম দেবাশিস ওরফে গোপাল সেনগুপ্ত। তাঁর মামা দিলীপ দে। সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরের বাসিন্দা। বছরসাতেক এখানে বসবাস করছেন। মামা দিলীপের কাছে প্রায়ই আসতেন। সম্প্রতি তাঁর আধার কার্ড বাতিল হয়ে যায়।

আধার কার্ড বাতিল হওয়ায় আত্মহত্যা সোনারপুরে

তাই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল তিনি। এ নিয়ে প্রায়ই আলোচনা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় মামার বাড়িতে আসেন দেবাশিস। আলোচনা করেন আধার কার্ড বাতিল নিয়ে। মামা বুধবার সকালে কাজে বেরিয়ে যা তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিবি একাই বাড়িতে থাকেন। তাঁর স্ত্রী মারা গিয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কাজ সেরে বাড়িতে ফিরে মামা দেখেন, ঘরের দরজা বন্ধ।

আধার কার্ড বাতিল হওয়ায় আত্মহত্যা সোনারপুরে

বারবার ডাকাডাকি করেও আওয়াজ পাওয়া যায়নি। তারপর বাড়ির পিছনের জানলা দিয়ে দেখেন দেবাশিসের ঝুলন্ত দেহ। ফ্যানের সঙ্গে ঝুলছে। সোনারপুর থানাকে জানানো হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোনারপুর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Most Popular