Monday, April 29, 2024
spot_img
Homeখেলাইতিহাস ভারতের, এশিয়ান মিটে সোনা জিতলেন সিন্ধু-আনমোলরা

ইতিহাস ভারতের, এশিয়ান মিটে সোনা জিতলেন সিন্ধু-আনমোলরা

রবিবার এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ হারিয়ে সোনা জিতলেন ভারতের মেয়েরা।এর আগে সেমিফাইনালে জাপানকে ৩-২ হারিয়ে ফাইনালে উঠেছিলেন আনমোল-অস্মিতারা। ফাইনালের লাইন আপে প্রথমে ছিল পিভি সিন্ধু-সুপনিন্দা কাথেথং এর সিঙ্গলস। সেই ম্যাচে দু’বারের অলিম্পিকে পদকজয়ী সিন্ধু ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন।

ইতিহাস ভারতের, এশিয়ান মিটে সোনা জিতলেন সিন্ধু-আনমোলরা

এরপর গায়েত্রী গোপীচাঁদ ও তৃষা জলি ডাবলস ম্যাচে নামেন। বিশ্বের ১০ নম্বর জুটি জংকলফাম কিতিথারাকুল ও রইন্ডা প্রাজংজালের বিরুদ্ধে ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে জেতেন তৃষা-গায়েত্রীরা। যার ফলে ভারতের মেয়েরা ২-০ এগিয়ে যায়।২-০ এগিয়ে থাকার পর দু’টি ম্যাচ হারেন ভারতের মেয়েরা।

ইতিহাস ভারতের, এশিয়ান মিটে সোনা জিতলেন সিন্ধু-আনমোলরা

প্রথমে অস্মিতা চালিহা দ্বিতীয় সিঙ্গলসে বুসানান ওংবামরাংফানের কাছে ১১-২১, ১৪-২১ ব্যবধানে হেরে যান। এরপর দ্বিতীয় ডাবলস ম্যাচে প্রিয়া-শ্রুতি জুটি ২৯ মিনিটে ১১-২১, ৯-২১ ব্যবধানে হেরে যান। ২-২ হয়ে যাওয়া ম্যাচে এ বার শেষ আশা হয়ে দাঁড়ান আনমোল।

ইতিহাস ভারতের, এশিয়ান মিটে সোনা জিতলেন সিন্ধু-আনমোলরা

তাঁর জন্যই ফাইনালে উঠতে পেরেছিল ভারত। আর তাঁর জন্যই সোনাও জিতল ভারত। বছর ১৭-র আনমোল শেষ সিঙ্গলস ম্যাচে পর্নপিচা চোইকিওংকে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হারিয়ে ভারতকে ট্রফি জেতান।

Most Popular