Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতাচাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: চাকরির দাবিতে আন্দোলন এবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায়। হাজরায় চলছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কর্মসূচি। সেখান থেকে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পৌঁছে যান তাঁরা। শুরু হয় অবস্থান বিক্ষোভ। অবস্থানকারীদের বেশিরভাই ছিলেন মহিলা।

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিয়োগ চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে পুলিশ। সেখানে পৌঁছে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় মহিলা পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।চ্যাংদোলা করে তুলে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এর বছরেরও বেশি সময় ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের ৫৫৫তম দিনে হাজরায় পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মাঝেই এক ফাঁকে চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে।

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক। আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না?

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়।

Most Popular