Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতারাস্তা আটকে কেকের পসরা করলেই জরিমানা, সিদ্ধান্ত পুরসভার

রাস্তা আটকে কেকের পসরা করলেই জরিমানা, সিদ্ধান্ত পুরসভার

স্টাফ রিপোর্টার: কিছুদিন পর রাজ্যজুড়ে পালিত হবে ‘‌বড়দিন’‌। সুতরাং এখন থেকে ফেস্টিভ মুড শুরু হয়ে গিয়েছে। আর এখন কেক–পেস্ট্রির বাজার। এসব কিনতে মানুষ ভিড় করছেন নিউ মার্কেট থেকে শুরু করে গড়িয়াহাটে। কিন্তু রাস্তার উপর কেকের পসরা সাজিয়ে বসে ব্যবসা করার জেরে পথচলতি মানুষজন বেজায় অসুবিধার মধ্যে পড়ছেন।

রাস্তা আটকে কেকের পসরা করলেই জরিমানা, সিদ্ধান্ত পুরসভার

কেউ কেউ ধাক্কা পর্যন্ত খাচ্ছেন। এমনকী দোকানের জায়গার বাইরে গিয়েও রাখা হচ্ছে কেক–পেস্ট্রি এবং অন্যান্য জিনিসপত্র। এই অভিযোগ পাওয়ার পর এবার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।কলকাতা পুরসভা নির্দেশ জারি করে জানিয়েছে, দোকানের জায়গার বাইরে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না।

রাস্তা আটকে কেকের পসরা করলেই জরিমানা, সিদ্ধান্ত পুরসভার

তবে শুধু নির্দেশিকা জারি করেই থেমে থাকেননি কলকাতা পুরসভার অফিসাররা। তাই জোরদার তল্লাশি শুরু হয়েছে তিলোত্তমার রাজপথে। এখন পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক সেজে উঠেছে। আর ওই পথে বা ডালহাউসি,

রাস্তা আটকে কেকের পসরা করলেই জরিমানা, সিদ্ধান্ত পুরসভার

ধর্মতলা–সহ নানা পথে কেকের পসরা সাজিয়ে বসলে এবং ধরা পড়লে কড়কড়ে ৫০০ টাকা জরিমানা করা হবে। তাই মহানগরীর রাস্তায় এখন জোরদার টহল শুরু করেছেন কলকাতা পুরসভার অফিসাররা।

Most Popular