Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতাবর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা

বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: পুলিশি নজরদারি তো থাকছেই। কিন্তু এবার বড়দিন আর বর্ষবরণ উৎসবে মদ‌্যপ ব‌্যক্তিদের উপর নজরদারি চালাবে বার-রেস্তরাঁ কর্তৃপক্ষও। অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। অন‌্য গাড়ি ডেকে তাঁকে বাড়ি পাঠানো হবে। তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠানো হবে।

বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা

শহর-শহরতলির সমস্ত বার এবং রেস্তরাঁকে এই মর্মে নোটিস পাঠাচ্ছে হোটেল-রেস্তরাঁ সংগঠন।তাঁরা জানিয়েছে, প্রতিবারই এই বড়দিনের সময় বার-রেস্তরাঁতে ভিড় বাড়ে। কে কতটা মদ‌্যপান করবেন, তা তো আর বার কর্তৃপক্ষ ঠিক করতে পারে না। কাউকে মদ খাওয়া থেকে বিরত করাও যায় না।

বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা

তাই অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেবে না রেস্তরাঁ কর্তৃপক্ষ। হোটেলে থাকা বেয়ারারা গাড়ি বা চালক ডেকে দেবেন। ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন‌্য অ‌্যাপ চালু করেছে এক বেসরকারি সংস্থা।

বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা

তাদের মাধ‌্যমেই চালক ভাড়া করে ম‌দ‌্যপ ব‌্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। তার জন‌্য ওই ব‌্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও।

Most Popular