Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতা"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর...

“পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন”, জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

অনীষা বন্দ্যোপাধ্যায় , কলকাতা
প্রতিদিনের জীবন যাত্রা পথে আমাদের অনেক বিচিত্র মানুষের সন্মুখিন হতে হয়। তাঁদের ভিতর কেউ মানবিক কেউ সেই গোত্রে পড়েন না। বরং একেবারে উল্টো স্রোতে চলেন। এর ভিতর যাঁরা মানবিক মুখ হন, তাঁরা তাঁদের কাজকর্ম ও আচার আচরণের ভিতর দিয়ে জনজীনের উপকার করেন নানাভাবে। পাশাপাশি এর মধ্যে দিয়ে সৎ ও স্বচ্ছতা বজায় রেখে রোজগার করেন পেট চালানোর জন্য। উদাহরণ হকার, সাফাই কর্মী।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

কিন্তু অদ্ভুত হল সংশ্লিষ্ট দের কাছ থেকে সেবা নিলেও তাঁদের কারও নাম জানতে চাইনা। তাঁদের জীবনের অন্য কোনও দিক সম্পর্কে খোঁজ রাখার আগ্রহ দেখাই না। কারণ তাঁরা তো কেউকেটা নন। এমন এক সাফাই কর্মী সমাজসেবক ও তাঁর জীবনের নানা দিক নিয়ে বিশিষ্ট জাপানি পরিচালক উইন ওয়েন্ডার্স এর ছবি “পারফেক্ট ডেস” ।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

এখানে টোকিও শহরের রাস্তার ধারে শৌচাগারগুলি সাফাইয়ের কাজ করেন কর্মী ‘ হীরায়ামা ‘। তাঁকে ই মুখ্য চরিত্র করে ছবিটা এগিয়েছে। সাফাই কর্মী হলেও তিনি একজন স্বচ্ছ ও সৎ মানুষ। তিনি একা থাকেন। ছবিতে তাঁর ডায়লগ কম। কিন্তু তাঁর মনের বহিঃপ্রকাশ ঘটেছে মুখ ও চোখের নিঃশব্দ অর্থবহ চাহনি ও শারীরিক ভাষা দিয়ে।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

ছবিতে দেখানো হয়েছে কীভাবে একজন সাধারন সাফাই কর্মী ভোর হওয়ার আগে রোজ উঠে পড়েন। তারপর গাড়ি নিয়ে সাফাইয়ের কাজে বের হন। শৌচাগারে ঢুকে নিষ্ঠার সঙ্গে সাফাই করেন। কাজ শেষ হলে একটি নির্জন গাছগাছালি ঘেরা জায়গাতে গিয়ে বসেন। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য্য দেখেন আর হাসেন।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

কখনও পকেট থেকে ছোট ক্যামেরা বের করে সেই সব ভালো লাগা ছবি তুলে রাখেন। কখনও সেখান থেকে একটি ছোট চারাগাছ দেখে তা তুলে বাড়ি নিয়ে যান। দেখা যায় বাড়িতে অনেক চারাগাছ রয়েছে। তিনি তাদের রোজ যত্ন করেন। বাড়িতে প্রচুর বই ও গানের সংগ্রহ আছে। কাজ করতে যাওয়ার সময় ক্যাসেট চালিয়ে গান শোনেন।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

রাতে শোয়ার আগে বই পড়েন। এমন একজন প্রকৃতি প্রেমী, সুররসিক ও বই পড়ুয়া মানুষটির নাম শহরের মানুষ জানেনা। সকলের কাছে সাফাই কর্মী বলে তাঁর এতগুলি গুণ চাপায় পড়ে গিয়েছে। এই কারণেই তাঁর বোন তাঁর সঙ্গে সম্পর্ক রাখে না।এখানে তাই এটাও দেখান হয়েছে যে তিনি তাঁর জীবনে কতটা একা । তবে এই একাকীত্ব কখন ও তাঁকে গ্রাস করতে পারেনি।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

কারন সে নানা রকম কাজে নিজেকে ব্যস্ত রাখত। কিন্তু একদিন হঠাৎ তার একমাত্র বোনের মেয়ে ‘ নিকো ‘ তার সাথে দেখা করতে আসে। ছবিতে হিরায়ামা চরিত্রের সংলাপ এই নিক চরিত্র আসার পর থেকেই শুরু হয়। নিকো আসার পরে সে একজন সঙ্গীকে খুঁজে পায়। যার কাছে সে তার মনের কথা বলে। তবে ভাগ্নীও বেশি দিন তার কাছে থাকতে পারেনা।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

কারণ হিরায়ামার বোন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। মেয়ে কে সে একজন সাফাই কর্মীর কাছে রাখতে চায়না। আর এখান থেকেই হীরায়ামার একাকিত্বের বাঁধ ভাঙ্গে। সে নিজের আবেগকে আটকে রাখতে পারে না। অঝোরে কাঁদতে শুরু করে। কিন্তু ছবির পরবর্তী অংশে দেখান হয় তিনি আবার সকালে উঠে নিজের জীবন ও কাজের মধ্যে উৎসর্গ করে দিয়েছে।

"পেশা ছোট হোক, জীবনকে আনন্দে রেখে উপভোগ করুন", জাপানী ছবিতে সাফাই কর্মীর বার্তা

ছবির শেষ দৃশ্যে দেখান হয়, তিনি সাফাইয়ের কাজ ছেড়ে দিয়েছেন। এবার মুক্ত। গাড়িতে করে যেতে যেতে হাসতে হাসতেই কাদঁছেন। কিন্তু তাঁর চোখের জল যেন ঢাকা পড়ে যাচ্ছে তার সেই প্রাণ খোলা হাসির আঁড়ালে। গান ভেসে আসছে রাতের অন্ধকার কেটে ফের সকাল হয়।

Most Popular