Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতাএসএসকেএম-এ মেলেনি বেড, বাইরে পড়ে থেকে রোগিণীর মৃত্যুর অভিযোগ

এসএসকেএম-এ মেলেনি বেড, বাইরে পড়ে থেকে রোগিণীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার : ১৮ ঘণ্টা বেড না পেয়ে এসএসকেএমে রোগিণীর মৃত্যুর অভিযোগ। হাওড়া থেকে আসা মৃতার নাম আকলিমা বেগম (৭০)।জানা গিয়েছে, শুক্রবার রাতে ৮.৩০টার সময় শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন আকলিমা। হাওড়ার জগৎবল্লভপুরের এক হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আকলিমাকে।

এসএসকেএম-এ মেলেনি বেড, বাইরে পড়ে থেকে রোগিণীর মৃত্যুর অভিযোগ

এসএসকেএমের জরুরি বিভাগ থেকে তাঁকে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগে। অভিযোগ, কার্ডিওলজি বিভাগ ভর্তির কথা লিখে দিলেও, মেলেনি বেড। মধ্যরাতে রোগিণীকে রেফার করা হয় ন্যাশনাল মেডিক্যালে।পরিবারের দাবি, ন্যাশন্যাল মেডিক্যালেও মেলেনি বেড, ভোররাতে অসুস্থ আকলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএমে।

এসএসকেএম-এ মেলেনি বেড, বাইরে পড়ে থেকে রোগিণীর মৃত্যুর অভিযোগ

এসএসকেএমের জরুরি বিভাগ আউটডোরে দেখাতে পরামর্শ দেয়।আউটডোরে বলা হয় ভর্তির দরকার নেই।এরপর আউটডোর থেকে বাইরে বেরনোর পরেই রোগিণীর মৃত্যু।পরিবারের দাবি, বারবার ফোন করা হলেও ফোন ধরেননি হাসপাতাল কর্তৃপক্ষ। সেই কার্ডিওলজি বিভাগেই যখন ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র,

এসএসকেএম-এ মেলেনি বেড, বাইরে পড়ে থেকে রোগিণীর মৃত্যুর অভিযোগ

তখন হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন মৃতের পরিজনেরা।চোখের সামনে সুজয়কৃষ্ণ ভদ্ররা যখন উদাহরণ তখন প্রশ্নটা তুলছেন আখলিমার সন্তানেরা। বৃদ্ধার ছেলে বলেন, দালালে ভরে গিয়েছে। যে টাকা দিতে পারবে সে সিট পাবে। টাকা দিয়ে লাইন বিক্রি হচ্ছে, বেড বিক্রি হচ্ছে।

Most Popular