Monday, April 29, 2024
spot_img
Homeকলকাতাজমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা

জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা

বিমল বন্দ্যোপাধ্যায় কলকাতা:
 চলচ্চিত্র উৎসব জমে উঠেছে। শুক্রবার চতুর্থ দিনেও নন্দন, রবীন্দ্রসদন থেকে শিশির মঞ্চ সব জায়গাতেই সিনেমা প্রেমীদের ভিড়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশী ও বিদেশী ছবি দেখার জন্য লম্বা লাইন । পাঁচ মিনিট দেরী করে প্রেক্ষাগৃহে ঢুকলে বসার আসন পাওয়া যাচ্ছে না।
জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা
এদিন বিকেলে নন্দন ওয়ানে জাপানী ছবি দেখতে গিয়ে অনেক দর্শকদের এমন অভিজ্ঞতা হয়েছে। আসন না পেয়ে কার্পেটের মেঝেতে মহিলা ও পুরুষ এবং সাংবাদিক কেও বসতে হয়েছে। এর ভিতর ছবি দেখার মাঝপথে চেয়ারে বসা অনেকে বাইরে যাচ্ছেন আবার ঢুকছেন।
জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা
সেই সময় মেঝেতে বসা অনেকের গায়ে পায়ের ধাক্কা লাগছে। তাতে বিরক্ত হলেও কেউ উঠে যাচ্ছেন না। ছবি দেখার এমন নেশা। সব মিলিয়ে ছবি দেখার এই ক্রেজ ভাবা যায় না। এদিকে এদিন সন্ধ্যায় একতারা মঞ্চ এ সিনে আড্ডা ছিল জমজমাট। বিষয় ছিল ওটিটি কি আগামী র ভবিষ্যত? শোনার জন্য বিদগ্ধরা হাজির ছিলেন।
জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা
পাশাপাশি একেবারে সরাসরি পরিচালক ও অভিনেতা ও অভিনেত্রীদের দেখার জন্য কৌতৃহলীরা ও এসে ছিলেন। বক্তা ছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, উষসি রায়, সৌরভ চক্রবর্তী, অদিতি রায়, ঋত্বিকা সেন। এই বিষয় নিয়ে বক্তারা তাঁদের অভিজ্ঞতা শোনালেন।
জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা
কেউ বললেন, সিনেমা হল এখন একে একে বন্ধ। তার পরিবর্তে এখন সিনেমা দেখার জন্য বিভিন্ন মল এ ব্যবস্হা হয়েছে। সেখানে টিকিটের দাম ও যাতায়াতের খরচ এত যে আমজনতার  সামর্থ্য থাকে না। তাছাড়া সিনেমা করার জন্য খরচ অনেক। এজন্য সচ্ছল প্রযোজক পাওয়া যায় না।
জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিনে আড্ডা
এদিক থেকে ওটিপি অনেক ভালো। কম খরচে এটা করা যায়। তাছাড়া দর্শকদের খরচ নেই। বাড়িতে বসেই মোবাইলে দেখতে পাচ্ছে। তবে আগামী দিনে এর ভবিষ্যৎ সময় বলতে পারবে।

Most Popular