Saturday, April 27, 2024
spot_img
Homeরাজনীতিডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

ডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

স্টাফ রিপোর্টার: দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেরুয়া শিবির থেকে ‘সন্ন্যাসে’র কথা জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল।ঘোষণার পরেও ডিগবাজি খেলেন তিনি।জানালেন, বিজেপি ছাড়ছেন না।রবিবা নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি।

ডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

এদিন প্রলয় পাল বলেন, “দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম। রাজনীতি করতে এসে অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। যখন দুই শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে বিজেপি করছি। কিন্তু কোথাও যেন মনে হয়েছিল চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু অনেক ভালো। আবেগতাড়িত হয়ে ওই পোস্ট করেছিলাম।”

ডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করে প্রলয় বলেন, “রাজ্য, জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসার কর্মীরা ফোন করে রাজনীতি থেকে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। বিবেকের যন্ত্রণায় তাঁদের অনুরোধ প্রত্য়াখ্যান করতে পারিনি। তাই আগের পোস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। আমি রাজনীতিতে আছি, রাজনীতি করব এবং বিজেপি-ই করব।”

ডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সেনাপতি প্রলয় পাল। নন্দীগ্রাম ব্লক ২-র বিজেপি সভাপতি। অতি দুর্দিনেও শুভেন্দু অধিকারীর পাশে বিশ্বস্ত সঙ্গীর ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু, শুক্রবারের হঠাৎ পোস্টে রাজনীতির অন্দরে কানাঘুষো জল্পনা শুরু হয়, খুব শীঘ্রই পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন প্রলয়৷ কিন্তু রবিবারই সেই জল্পনা শেষ করে দিলেন প্রলয় স্বয়ং।

ডিগবাজি বিজেপি নেতা প্রলয়ের, ছাড়ছেন না রাজনীতি

এরপরই শুভেন্দু অধিকারী প্রলয়কে নিয়ে বলেন, ”উনি (প্রলয় পাল) খুব ইমোশনাল, তিনি কুইক পোস্ট করে দিয়েছেন, তবে সেটা পার্টি বিরুদ্ধ নয়। তাছাড়া রাজনীতি ছাড়া মানে বিজেপিকে ছাড়া নয়, মোদিজিকে ছাড়া নয়। গেল গেল রব তুললেও এ মাটি বড় শক্ত মাটি।”

Most Popular