Saturday, April 27, 2024
spot_img
Homeজেলামুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

স্টাফ রিপোর্টার ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্য সাধারণ স¤পাদক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তুলেও এই ব্যাপারে সিবিআইয়ের কী আপত্তি রয়েছে, তা তদন্তকারী সংস্থাটির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

আগামী ১২ সেপ্টেম্বর ইউরোপের ¯েপনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন কুণাল ঘোষ। কিন্তু তাঁর পাসপোর্ট নি¤œ আদালতে জমা রয়েছে। তাই ¯েপন যেতে সেই পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।এ বিষয়ে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

কুণালের বিদেশ যাওয়া সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বৃহ¯পতিবার। এক্ষেত্রে উচ্চ আদালতের মন্তব্য, “এক জন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হল? অন্য কাউকে কি পাওয়া যায়নি?” কুণালের আইনজীবী জানান, তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র। তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, “পাঁচ-সাত দিনের জন্য যদি উনি (কুণাল) যেতে চান, তা হলে অসুবিধা কোথায়? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

” সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, কুণালের তরফে ছেলের কাছে আমেরিকা যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি অন্য দেশে যেতে চান। সিবিআইয়ের উদ্দেশে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “আপনাদের জন্য অভিযুক্তরা কেন বার বার হয়রানির শিকার হবেন? কারও বিদেশ যাওয়ার অধিকার খর্ব করা যায় না।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী কুনাল, পাসপোর্ট ফের চেয়ে আদালতের দ্বারস্থ

তা ছাড়া তিনি একজন সাংবাদিক।এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আবার ফিরেও এসেছেন। তা হলে আপত্তি কিসের? পাঁচ-সাত দিনের জন্য আপনাদের যেতে দেওয়া উচিত।” এই সংক্রান্ত সওয়াল-জবাবের জন্য আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করা হলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কাল সকালে শুনানি হবে।

Most Popular