Tuesday, May 7, 2024
spot_img
HomeUncategorizedরেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

সংবাদ সংস্থা : নির্মীয়মাণ রেল সেতু ভেঙে মৃত্যু হল অন্তত ১৭ জনের। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, মিজোরামের আইজল থেকে ২১ কিলোমিটার দূরে। জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ নির্মীয়মাণ রেল সেতুটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

তখন ঘটনাস্থলে ছিলেন ৩৫–৪০ জন শ্রমিক। ইতিমধ্যেই ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়া সেতুর তলায় অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে প্রশাসন।

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

এদিকে, আইজলে সেতু দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ”মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি।

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।” উল্লেখ্য, আহত ও নিহতদের মধ্যে বেশ কিছু জন মালদার বাসিন্দা হতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই ইঙ্গিত রয়েছে।

রেল সেতু ভেঙে বাংলার বহু শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর, পাশে মমতা

এই রাজ্যের অনেকেই উত্তর-পূর্ব ভারতে কাজের জন্য যান। তাঁদের কেউ কেউ এই প্রকল্পেও শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Most Popular