Tuesday, May 7, 2024
spot_img
HomeUncategorizedগঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

বিশ্ব সমাচার, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা : শুক্রবার কাকদ্বীপ মহকুমার ৪টি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হল। স্থানীয় সূত্রে জানা যায়, পাথরপ্রতিমা ব্লকে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৫ টি। তৃণমূল কংগ্রেস ৪০টি আসনে জয়লাভ করেছে।

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

এবং বাকি ৫টি আসন বিরোধীরা পেয়েছে। এই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মনুশ্রী মন্ডল। অতীতে তিনি জেলা পরিষদের সদস্যা ছিলেন। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নতুন মুখ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ বাহাদুর সিং। রাজ বাহাদুর বাবু অবশ্য গতবার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন।

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

কিন্তু সহ-সভাপতি হিসেবে তিনি নতুন মুখ। অন্যদিকে কাকদ্বীপ ব্লকে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩৩টি।তৃণমূল কংগ্রেস ৩৩টি আসনেই জয়লাভ করেছিল। অর্থাৎ এই ব্লকে পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য।পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মদনমোহন হালদার। তিনি নতুন মুখ।পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সত্যব্রত মাইতি।

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

সত্যব্রত বাবু অতীতেও পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন। অর্থাৎ পুরনো মুখ। অপরদিকে নামখানা ব্লকে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২১টি। তৃণমূল কংগ্রেস ২০টি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে জয়লাভ করেছে বিজেপি। এই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিষেক দাস।

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

তিনি নতুন মুখ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিঙ্কু দাস জানা। তিনিও নতুন মুখ। এছাড়াও সাগর ব্লকে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৫ টি। তৃণমূল কংগ্রেস ২৫টি আসনেই জয়লাভ করেছে। অর্থাৎ এই ব্লকেও পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা বিবি।

গঠন করা হল কাকদ্বীপ মহকুমার পঞ্চায়েত সমিতির বোর্ড

তিনি নতুন মুখ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন কুমার প্রধান। স্বপন বাবু অবশ্য অতীতেও পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন। অর্থাৎ পুরনো মুখ।

Most Popular